কি দিয়া শুরু করবো??
আজ থেকে প্রায় ৫/৬বছর আগে
সাধীন কাকা তার ল্যাপটপ নিয়ে আসছিলো
তখন বাহুবলি ২ রিলিস হয়েছিলো...। এক মনে কাকা মুভি দেকতাসে।। তখন আগ্রহ জেগেছিলো ল্যাপটপ জানার জন্য।। জিনিসটা ছিল নতুন আর সেই দেখতে...। আর আমি ছিলাম ছোট... তাই ধরতে পারিনি। কিন্তু সেই সময় আমি কম্পিওটার চালাতে পারতাম।। সাহস করে একদিন চুরি করে ল্যাপটপ নিয়া বসলাম।। পরে দেহি কি।? সব তো আমাদের ডেস্কটপ টার মতোই। কিন্তু লক...... সাথে সাথেই মুখটা কালো হয়ে গেলো
আর চালানো হলোনা
দিনটা আজ থেকে ৩/৪ বছর আগে
কাকা নাকি কি উইনিাভার্সিটিতে পরিক্ষা দেবে...
কিছু দিন পর পরিক্ষা দিয়ে ফিরে এলো
হাতে একটা ব্যাগ
তার ভিতরে কি আছে...। জানতে চাইলাম ...অনেক ভাব নেওয়ার পর বের করল ল্যাপটপ
আহ, কি মজা, সারাদিন বসে থাকো ল্যাপটপ এর সামনে
সেই ল্যাপটপ দিয়ে দেখলাম Total Dhamal & P.K.
প্রায় ২মাস ছিলো জিনিসটা ঘরে
কারন এর মালিক কাকা ছিল না
সময় যখন "এখন"
সারাদিন ঘ্যানঘ্যানানি For A Laptop
Dream দেখতে দেখতে আজ ছাদে হাটার সময় পায়ে প্যারেক বিধে গেছে তবুও হাতে নাই ল্যাপটপ
কোথা হোক হঠাৎ কেনো সখ উঠলো????
২৪ ফেব্রুয়ারি ২২
তাজুল স্যার এসে বলে "কম্পিউটার কে কে শিখবে?" বলে নাম নিলো...
সে-ও নাম দিসে...।
আমি কেনো দিচ্ছি না তাহলে।। পারি তো কি হয়েছে? জয়েন তো হতেই পারি, আমি এখন টপ ১০ লিস্টে... আজ পর্যন্ত যতদিন ক্লাস করেছি ততদিন শুন্যতা অনুভব করছি।। ইস্ আমার যদি একটা ল্যাপটপ থাকতো।।
কিন্তু টাকা নাই।। Family has Not a big amount to use for Buying Laptop ...
কিন্তু আশা করি আগামী তে একটা ল্যাপটপ পাবো
আজ এই পর্যন্ত
Thanks a lot to read
Welcome from PriTu Web....
0 Comments
Please Describe What's Your Feedback